Tuesday, December 23, 2008

সাম্নে বইমেলা উপলক্কে কাগুর কিচু ছিন্তাবাবনা

সাম্নে বইমেলা। সামুবলগে বইলিকক, চঠিলিকক, দলিললিককদের আনাগুনা এই মসুমে বৃদ্দি পাইবেক। ফেসিবাদি সুমন রহমান, উভকামি কলুমর্শেদ, দোরাকাউয়া বাথ্য রাইছুসহ আরও যে যে বাথিজাদের বই পকাশিত হইয়াছে, তাহারা গুদাম হইতে সেইসব বই আবারউ মেলাই পাটাইবেক। ইহাতে বই যারা কিনে তাহাদের অসুবিদা হইলেউ বহু ইন্দুর আর পুকামাকড় পেঠের অসুক হইথে মুকথি লাব করিবেক। কারন গুদামে তাহাদের কান্দেই এইসব বই কাঠিবার দাইত্ব দেউয়া আছে।

নিজের বইয়ের বিগ্যাপুন মারা কারাপ কিচু নই। পতিঠি মানুশেরই অদিকার আচে বই লিকা, বই ছাপানু, বই গুদামে রাকিয়া ইন্দুর দি কাঠানু, বই বইমেলাই পাটানু এবং সর্বোপড়ি সামুবলগে আসি আসি বইয়ের বিগ্যাপুন মারা।

কাগু অশিক্কিত বিকম্পাষ মানুশ হইলেউ কাগুর বই লিকার বড় শক। তাই সে এইবারের বইমেলাই "দেওয়ান কাগুর হাদুমপাদুম" নামে একঠি বই লিকিতে ছাই। ইহাতে কাগুর বিবিন্ন সময়ে লিকা নানা হাদুমপাদুম কতাবার্থা থাকিবেক। সম্বাব্য কাগিমারা যাথে বই পরি দেওয়ানা হই কাগুর সাতে যুগাযুগ করিতে পারেন, সেই জন্য কাগুর ফুনলম্বর আর ইমেল এঢেসও বইতে দেওয়া তাখিবে। কাগুর বাথিজা ণাপীষ ঈপথীক্ষাঢ় এই বইয়ের পচ্চদ মারিবেক।

আগ্রহি পকাশক বাথিজারা দলে দলে কাগুর সাতে যুগাযুগ কর দেওয়ান ডঠ কাগু এঠ ঝিমেলে।

===========

No comments: