Tuesday, December 23, 2008

মামোর গল্পু ০১

বুমিখাঃ
মামোকে বাথিজারা সভাই ছিন। অদিক কি আর বলিব। সে একঠি দুশ্ঠ প্রানি। তাই তাকে লই গল্পু লিকা শুড়ু করিছি। তুম্রা মাজে মদ্যে আসি পড়িউ। আর আন্দুলন ছালাই যাউ। আলিপ কাগু ছেপ না হলে, আগুন মডুর গদির তলে।

গল্পুঃ

তুম্রা সবাই জানু, অঙ্কের বইথে একঠি বান্ধর আচে। সে শুদু একঠি থৈলাক্ত বাশ বাই উঠিতে চেষ্ঠা করে। থৈলাক্ত পাইপ নই, থৈলাক্ত রড নই, থৈলাক্ত রশিদড়ি নই, থৈলাক্ত আমগাচও নই। থৈলাক্ত বাশ।

যারা অঙ্কের বই লিকিয়াচে তাহারা কথবড় শইথান তাহা একবার বাভিয়া দেক। তাহারা কছি বয়শেই শিষুদের মনে থৈলাক্ত বাশ ডুখানুর কুছেশ্ঠাই বেষ্ত।

কিন্থুক, কতা সেইঠা নই। বাষ্তবের বান্ধর বাশ গাচের দারেকাচ দিয়াউ যাই না, সে আম গাছ জাম গাছ বরই গাছ কাঠাল গাছে দাপাদাপি করি বেড়াই। বান্ধরের কি ঠেকা পড়িছে বাশ গাছ বাই উটার? তাউ আবার থৈলাক্ত বাশ?

কতা সেইঠাউ না। ধড়ি বান্ধরটি যা কিচু ভালু তার সাতে থাইক্তে ছাই। তাই সে থৈল মারা বাশ বাই উটিতে ছেশ্ঠা করিতেচে। দুই পুট উটিলে তিন পুট নামিতে বাদ্য হইতেছে। কিন্থুক কতা হইতেছে বাশের গায়ে থৈল মাকাইলু কে?

উত্থর হইথেছে কলুমর্শেদ। কারন থৈল মারা ছারা আর কিচু সে পাড়ে না।


=============

No comments: