Tuesday, June 16, 2009

যাকে ভালুবাসি তাকে সব দিব

যাকে ভালুবাসি তাকে সব দিব

২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩৬

শেয়ার করুন: Facebook


ইহা আমার কতা নহে। আগে এইকানে এক হিজাবী মগবাজারী আপা ডেলি ডেলি বলগাইতেন। তিনি মাজে মাজে উত্তেজীত হইয়া পরিতেন কেনু যেনু। তকন এই ধরনের কতাবার্তা বলিতেন। পঢ়িয়া সকলেই লড়িচড়ি বসিত।

সামুব্লগে পাড়া দি চমকি উটলাম। লুকজনের নামের বদলে চবি দেকাইতেচে। সব অচেনা লুকজন, একটারও চেহারা সুন্দর না, চুরের মত দেকিতে সব। ইহাদের সাতে বলগিঙ করিতেচি বাবলেই মন্টা কারাপ হয়।

নিজের বলগে গিয়া ত চমকি উটিলাম। বাতি জলিতেছে কতগুলি। সবুজ বাতির নিচে একটি ডান্ডা দেকিয়া বুজিলাম আমি ছেপ। আল্লা আল্লা করিতেচি ডান্ডি যাতে বামদিকে না সরি যায়।

তাহার নিচেই দেকিলাম এক ফতুয়া। বিশ্বাসযুগ্য বলগার হইতে গেলে মুবাইল লম্বর সত্তায়িত করিত হইবে। কার কাচে গিয়া একন মুবাইল সত্তায়িত করাই, এই সেহরির অক্তে কে আমার মুবাইলে সিল মারিব, সই মারিবে? কাহার কাচে গিয়া সত্তাইত মুবাইল লম্বর জমা দিতে হইবে?

মুবাইল যদি কারো না তাকে তবে কি গঠিবেক? সে কি ককনো বিশ্বাসযুগ্গ হইতে পারিবেক না? গরিব মানুষ কি তবে সামুবলগে বলগাইতে পারিবেক না?

এইবাবে লুকজনের মুবাইল লম্বর ধরি টানাটানি করিলে ত হাদুমপাদুম বারিবে। তবে সামুবলগকে ভালুবাসি, তাকে সব দিব। মুবাইল, গারি, ফিরিজের কম্পেশার, সবকিচুর লম্বর লিকি দিব তাকে, কুন বেফার না।

  • ৫১ টি মন্তব্য
  • ৬৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪১
comment by: . . . এখনো খুঁজি বলেছেন: হাসতে হাসতে মরে গেলাম !

তিন ঘন্টা ধরে ব্লগ পড়ছি। এই লেখাটা পড়ে এই সেশন সার্থক হলো !
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৮

লেখক বলেছেন: বাথিজারে, মনে হইতেচে বেশিদিন ছেপ তাকিতে পার্ব না। মডারেটরে ধরি পুন্দাই দিবে। অদক্ক মডারেটর নাহয় পুন্দাইতে পারে নাই, দক্ক মডারেটর নিচ্চয় পুন্দাইবে।

এই বলগে শেশ পয্যন্ত শুদু তিরিভুজপাদ সফটোয়ারের পতিষ্ঠাতা সবাপতি, গুগুলের যম, ইসকিপ্ট কিডিদের জানি দুস্মন ছাগুরাম তিরিভুজের আলিপ লাইলা ওয়া লাইলা নিকগুলিই বিশ্যাসির ছাট্টিপিকেট লই টিকি যাইবে। বাকি সবাইরে ফিডি সুজা করা হইবে।

২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৬
comment by: দৌবারিক বলেছেন: আপনি তো ভাই মজার মানুষ। খুব যত্নের সাথে বাঁশ দেন। আগের দুটো লেখাও ভালো লেগেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫০

লেখক বলেছেন: দুবারিক বাথিজা, সেহরি খাই আল্লার দর্বারে মুনাজতে টান মারিও বাথিজা। মনে টাইনতেছে এইবার দক্ক মডারেটরে আসি পুন্দাইবে। বাশবুশ সব পেক করি অন্য কুথাও ছলি যাইতে হবে।

৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৮
comment by: রুবেল শাহ বলেছেন: B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)
৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: :P
বাত্তি কইলাম বামে সইরা যাইবো !

তয় গভীর রাইতে উনারে দেইখ্যা ভাল্লাগলো ... বনানীর আফারেও মিচ করি ।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৬

লেখক বলেছেন: বড় কুন কাউকাউ লাইগ্লে উনি মাজে মাজে তশরিপ রাকেন আসি। তবে অন্য নিকের হিজাব লাগাই আসেন বলি ছিনা যায় না।

৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৪
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: লিকা বালা হইচে। চেহরির উয়াক্তে দুয়া করি আপ্নে যেন ছেপ থাকেন
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৭

লেখক বলেছেন: হাবুল বাথিজা তুমি কি মডারেটর? পুন্দাইও না কাগুরে।

৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০২
comment by: . . . এখনো খুঁজি বলেছেন: আপনার মত এত দারুণ লেখনীর ব্লগার যদি সেফ না থাকতে পারে, তাহলে সেটা সামহোয়্যারেরই লস ! আমি সত্যি ঈর্শান্বিত আপনার লেখার স্টাইল দেখে!
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪১

লেখক বলেছেন: বাথিজারে, আর পাম দিও না কাগুরে, আছহাবুল মডারেটর রাগ কইর্তে পারে।

৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১১
comment by: শাহারিয়ার আহমেদ বলেছেন: U r a great bloger........i cant use bijoy here.
৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৩
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: লেখক বলেছেন: হাবুল বাথিজা তুমি কি মডারেটর? পুন্দাইও না কাগুরে।

- আবার জিগায়!
৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৬
comment by: শিরোনামহীন বলেছেন: হাাহাহহহাহাহাহাহহা!! ভালো লাগলো।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন: কিন্তু ভালু লাইগ্লে কি হবে, আমি ত তুমার কাগুর বয়সি।

১০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৪
comment by: মেন্টাল বলেছেন: আমি ছেপ ব্লগার লয়। এই দু:খে ছাহবাগ পাব্লিক লাইব্রেরীর ছিড়ির গুড়ায় লির্বাসন লইবো।
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: বাথিজা তুমার বলগে কুন লাইট জলে?

১১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৯
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: কতা পুছুন্দ হইল না??? নাম বিকৃত না করিয়াও মানসিক বিকৃতির পরিচয় দিতে পারিতেন
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪০

লেখক বলেছেন: রাগ কর কেন বাথিজা। তারাহুরায় আছ কাটা পড়ি শুদু হাবুল বাইর হই গেছে। তুমি এইবাবে আসি রাগারাগি কইর্লে ত বিপধ।

মানসিক বিকৃথি কি কারাপ?

১২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪২
comment by: মনজুরুল হক বলেছেন: গওর করি দেখি লন বাঁ'-জী, কুনাইয়ের ফানি কুনাই যাই জল য়ই যার...
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: হক ছাপ আপ্নার ডিশটিক কুতায়?

১৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৭
comment by: বিগব্যাং বলেছেন: মানসিকতার উন্নয়ন গঠান...
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: তুমি কি সুনা ব্যাঙ না কুলা ব্যাঙ? মানসিকতার উন্নয়ন গঠাইতাম ত ছাই রে বাথিজা, কিন্তু পইসা ত নাই।

১৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৯
comment by: দূরন্ত বলেছেন: :)
১৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫১
comment by: শিরোনামহীন বলেছেন: হাহাহাহাা কাগু লেকা ভালো লাগচে। ;)
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: ভালু লেকা ভালু লাইগ্বে ইহা আশ্ছর্য কি। কাগুরে ভালু লাগে নাই বলিতেছ?

১৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৭
comment by: ফিরাখ রাইয়ান সুহান বলেছেন:

আফনের লেকা ফরি মনের মইদ্যে কেইঁক্কা কেইঁক্কা করি উইসসে।
হেতারা আঙ্গরে বাইর করি দিবনি কনো? ডরে কইলজাত ফানি নাই
দি ওয়ান ছাফ :( :(
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: ফিরাখ রাইয়ান সুহান বলেছেন:

আফনের লেকা ফরি মনের মইদ্যে কেইঁক্কা কেইঁক্কা করি উইসসে।
হেতারা আঙ্গরে বাইর করি দিবনি কনো? ডরে কইলজাত ফানি নাই
দি ওয়ান ছাফ :( :(

১৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৪
comment by: নুশেরা বলেছেন: ফাজিল কোনহানকার (ফাজলামি বড়ই পছন্দ হইছে ;))
১৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৭
comment by: কঁাকন বলেছেন: খিক খিক খিকজ
১৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
comment by: কানা বাবা বলেছেন:
"মনে টাইনতেছে এইবার দক্ক মডারেটরে আসি পুন্দাইবে। বাশবুশ সব পেক করি অন্য কুথাও ছলি যাইতে হবে..."


হাহ্ হাহ্ হাহ্... আপ্নের পুস্টো দেকিয়া ক্যান্ জানি বজলু মহাজনের কতা কুনে পোইল্লো...
আমি তো আপ্নের ফেন হৈয়াই গেচি অলরেডি... জব্বর্লাগে আপ্নের ল্যাকা...
২০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১১
comment by: চাঙ্কু বলেছেন: খেক খেক খেক । মজারু হইছে।
২১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪১
comment by: হাইগ্যানী হাবাজন ব্যবিলন বলেছেন: রাগীমন সিন্ড্রোমের জটিল রুগী হানা দিয়াছে ইহস্থানে। ইহা হইতে সাবধান থাকিতে পারিলে পরথম ফাড়া কাটিয়া যাইবে। তবে উহাতে মুহুর্মূহু হানার সম্ভাবনা বাড়িয়া যাইতে পারে।

ছামু বলোগের বিশ্বাসী তথা নিরাপদী (চার বা ত্রিপদী না) ব্যানার দেখিয়া নিজের গাত্র চর্ম খানিক টিপিয়া টুপিয়া দেখিলাম, জীবিত রহিয়াছি কিনা।

নিজেকে বিশ্বাসী অথবা মতান্তরে নিরাপদী বানানোর লক্ষ্যে যদি ত্রিপদি কলু মোর্শেদ আর চতুষ্পদী ছাগলগণের নিকট ছেট্টেফিকেট লভিতে হয় তাহা হইলে তো মলো গেলো! ইহজীবনে আর ছামুতে নিরাপদী বলোগিং করিতে হইবে না।

কারণ, ত্রিপদী কলু মোর্শেদ কোনো কথা বলিলেই উহাকে পশ্চাৎদেশে গদাম করিয়া উষ্ঠা মারা হইবে যেমনটা মারা হয় ছামুবলোগে ছাগভূজ প্রভৃতি প্রাণীকূলকে। আর উষ্ঠা খাইয়া নাপিত কলু মোর্শেদ ক্যাঁ ক্যাঁ করিয়া উহার প্রভুমহোদয়গণের নিকট নিজ পশ্চাৎদেশ খুলিয়া ধরিয়া বলিবে, উক্ত হাবাজনকে বলোক মারেন বিনিময়ে যতোখুশী মোরে গেলমান বানান!

বড়ই টেনশনের কথা ইহা। কলু মোর্শেদের জন্য জাম্বাক ক্রয় করা ধরিবো কিনা ভাবিতে হইবে। উহার লগে সন্ধি করিবার এই এক প্রয়াস কেবল।
২২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৬
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: বড়ই সুস্বাদু হইয়াসে।
২৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩২
comment by: নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কাগুরে, আন্নেরেতো বালুভাসি ফেলাইসি, আন্নেরে যুদি ছেপ না রাখে কইলাম আম্রাউ বাশবুশ সব পেক করি এইহানথন যামু গিয়া...

দি ওয়ান ছাফ, আইজ মুনডা বড় বিলা ছেল, আন্নের বলগ ফড়ি অনেকখন বাদে হাহা খইরছি...[ছিয়ারথন ফরি গেসিলাম হাহা খরিতে খরিতে...]...আন্নে ভালা থাহেন, বাচিঁ থাহেন আর এমনডি বল্গাইয়া যান...

আন্নেরে সেলাম...
৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: বাথিজি, তুমি কি আসলেই বাথিজি নাকি নারির পঠু ছুরি করি আনি লাগাই লুলকাগুদের চুকে ধুল আর মুকে লুল দিবার চেশ্ঠা করিতেছ?

ওয়ালাইকুম সেলাম বাথিজি। কাইল এক বাথিজা ইছাবিল কাইপের চবি দেকাই এই দেওয়ানের মন্ঠা দেওয়ানা করি দিছে। কিচু আর ভালু লাগেনা।

২৪. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৮
comment by: এম্নিতেই বলেছেন: বালিশ বালিশ থাবড়ায়া থাবড়ায়া হাসতাছি .............
৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০০

লেখক বলেছেন: বালিশ পাইলে কুতায়? তুমি কি ছউকিতে শুই শুই বলগিঙ কর নাকি বাথিজা?

২৫. ৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০০
comment by: তামিম ইরফান বলেছেন: ইছাবিলের আরও ফটুক দিমুনি কাগু:)
৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০১

লেখক বলেছেন: বাথিজা আবার জিগ্যাস মারিতেছ কেনু। জল্দি পঠু মার।

২৬. ৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৭
comment by: তামিম ইরফান বলেছেন:


৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: বাথিজারে চবিতে এত জামাকাপর কেনু?

২৭. ৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৬
comment by: একজন ব্লগার বলেছেন: হ, কয়দিন আগে আস্তা মাইয়া নিকে আইসা শাউনরে হে বাড্ড কইয়া গেল।

Click This Link

৪৬ নং কমেন্ট।

যাকে ভালবাসি তাকে সব দেব এই কথাটার একটা ইসকিরিন শট নিছিলাম। এখন খুইজা পাচ্ছি না। কাগুর কাছে আছে নিকি?
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: না বাথিজা, কাগু শট মারিথে পারেনাই সুময়মথ।

২৮. ৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৮
comment by: একজন ব্লগার বলেছেন: ইয়ে..কাগু নাকি জেজের রেজি মেম্বার...
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: বাথিজা কি জেজে বলিতে জুনাকি জলের কতা বলিতেছ?

২৯. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৫
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ইছাব্যালা শুদুই আমার :D
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: তভে ড়ে পাপিশ্ঠ! ইছাবিল কাগিমার দিকে চুক তুলি তাকাইলে তুকে চুকে হলুদ রঙ্গের ডান্ডিঅলা পেলাষ্টিকের সানগিলাশ পরাই দিব!

৩০. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
comment by: সোনালীডানা বলেছেন: আমারে সাধার ব্লগার বানাই দিচে, কিন্টু আমি কুব বালা মানুশ :(
৩১. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: সোনালীডানা বলেছেন: একজন সাধারন ব্লগার
৩২. ০৬ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: কাগু তুমি কৈ?

No comments: